|

Google Chrome – গুগোল ক্রোম ব্রাউজারের কিছু হ্যাকস এবং ট্রিকস
আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটে নানান কিছু ব্যবহার করে থাকি। আর গুগল ক্রোমে আমরা আমাদের প্রয়োজনীয় সকল ওয়েবসাইট গুলো ব্রাউজ করে থাকি। তাই আজকে আমি আপনাদেরকে গুগল ক্রোমের বেশ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যাতে আপনারা সহজভাবে গুগল ক্রোমের বেশ কিছু ফিচার সম্পর্কে জানতে পারেন।
তবে চলুন শুরু করা যাক।
টিপস নাম্বার ওয়ানঃ
আমরা প্রতিদিন যে ওয়েব সাইটগুলি ব্রাউজ করে থাকি সেগুলো চাইলেই সহজে আমাদের ফোনের হোম স্ক্রিনে এড করে ফেলতে পারি। যেমন মনে করুন আপনি প্রতিদিন প্রথম আলো নিউজপেপার পড়েন। এবং তার জন্য প্রতিদিন আপনাকে গুগল ক্রোমে ঢুকে প্রথম আলো লিখে সার্চ করতে হয় এবং তারপর ওয়েবসাইটে ঢুকতে হয়। আপনি চাইলে এ প্রচেষ্টাকে আরো সহজ করে তুলতে পারেন
- প্রথমে গুগল ক্রোম দিয়ে প্রথম আলো নিউজপেপারে ঢুকুন এরপর নিচের চিত্র অনুযায়ী থ্রি ডট মেনুতে ক্লিক করুন
- এবারও থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে দেখবেন বেশকিছু মেনু অপশন আছে সেখান থেকে ইনস্টল এপ এ ক্লিক করুন
- ইনস্টল অ্যাপ এ ক্লিক করার পরে একটা পপ আপ অপশন আসবে সেখান থেকে ইনস্টল এ ক্লিক করবেন।
- ব্যাস এবার আপনি আপনার ফোনের হোম পেজে অথবা আপনার অ্যাপ লিস্ট এ খুব সহজেই প্রথম আলো অ্যাপটি দেখতে পাবেন এবং আপনি সেখান থেকে খুবই সহজে প্রথম আলো নিউজপেপার শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন।
- এবার আপনি যদি অন্যান্য ওয়েবসাইট ও এ কিভাবে আপনার হোমস্ক্রীনে নিয়ে আসতে চান তবে সে ওয়েবসাইটে ঢুকে গুগল ক্রোমের থ্রি ডট অপশন থেকে ইনস্টল অ্যাপ অপশনে দেখবেন লেখা আছে অ্যাড টু হোমস্ক্রীন অপশনটি দেখাচ্ছে। এই অপশনে ক্লিক করলেই উক্ত ওয়েবসাইটটি আপনার হোমস্ক্রীন এ অ্যাড হয়ে যাবে।
টিপস নাম্বার 2:
আমরা অনেক সময় গুগল ক্রোমে অনেক কিছু ব্রাউজ করে থাকি। কিন্তু এই ব্রাউজ করার জিনিসগুলো অন্য কেউ যদি আমাদের মোবাইল ফোন ইউজ করেন তখন কিন্তু সে এগুলো চাইলে দেখতে পারেন। তাই আমরা গুগল ক্রোমে এমন একটি পদ্ধতি অবলম্বন করতে পারি যা আমাদের ব্রাউজার ডাটা হিস্টরি সবকিছু গোপন থাকবে এবং কেউ দেখতে পাবে না এজন্য গুগল ক্রোমের একটি প্রাইভেট উইন্ডো ওপেন করে নিতে হবে এবং এটা করার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে
১। প্রথমে আপনার গুগল ক্রোমে ঢুকুন। এবার থ্রি ডট মেনু অপশন এ ক্লিক করুন। এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাব (New Incognito Tab) সিলেক্ট করুন। এবার এই ট্যাব থেকে আপনি যা কিছু ব্রাউজ করবেন এবং যে ওয়েবসাইটগুলোতে ঢুকবেন তা কেও নেক্সট টাইমে আপনার ফোন থেকে বা গুগল ক্রোম থেকে দেখতে পাবেনা।
টিপস নাম্বার 3ঃ
অনেকেই আছেন যারা গুগল ক্রোমে একাধিক ওয়েবসাইট ব্রাউজ করে থাকেন। তাদের জন্য গুগল ক্রোমের একটা দারুন ফিচার হচ্ছে ট্যাব অপশন। আপনার যদি একসাথে অনেকগুলো ওয়েবসাইট ব্রাউজ করা প্রয়োজন হয়, এবং আপনি একটা একটা করে যদি ওয়েবসাইট ব্রাউজ করেন তবে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি চাইলে এই কাজটাকে আরও সহজ করতে পারেন গুগল ক্রোমের মাধ্যমে ।
উপরের ছবিতে দেখুন আমি বিডি স্কিল ওয়েব সাইটে ব্রাউজ করছি । সবার উপরে রেড মার্ক করা অপশনটিতে দেখাচ্ছে 1, এর মানে হচ্ছে আমি এখন একটি সাইট ব্রাউজ করছি। এবার আপনি ওই এক এর উপরে ক্লিক করুন দেখবেন নিচের চিত্রের মত আসবে। উল্লেখ্য যে, আপনি যদি একাধিক ওয়েবসাইট একসাথে ব্রাউজ করে থাকেন পূর্বে, তবে 1 এর জায়গায় অন্য সংখ্যা দেখাবে অর্থাৎ আপনি যতটা ওয়েবসাইট ব্রাউজ করেছেন সেগুলো দেখাবে। আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করছি বিধায় শুধুমাত্র এক দেখাচ্ছে। তাই এক এর উপরে ক্লিক করার পরে অর্থাৎ এটা হচ্ছে ট্যাব অপশন। এখানে ক্লিক করার পর নিচের চিত্রের ন্যায় এরকম আসবে
এবার আপনি নিউটেক অপশন থেকে রেড মার্ক করা যেটুকু দেখাচ্ছে সেখানে ক্লিক করে নতুন ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। বিষয়টা যদি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে আপনি গ্রেট। আর যদি আপনার না জানা থাকে এখনই চেষ্টা করে দেখুন।
আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ট্রিপস এন্ড ট্রিকস টিউটোরিয়াল নিয়ে।