|
সি প্রোগ্রামিং দিয়েই কেন প্রোগ্রামিং শেখা শুরু করা উচিত
বিগত কয়েক দশক ধরে প্রোগ্রামারদের কাছে বহুল জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা হল সি প্রোগ্রামিং ভাষা। ১৯৭০ – এর দশকের শুরুর দিকে AT & T Bell Laboratory – তে ভাষাটিকে লিখেছিলেন ডেনিস রিচি। সি ভাষা হল বি নামক একটি পূর্ববর্তী ল্যাংগুয়েজের উন্নততর সংস্করণ। বি ভাষা ছিল টাইপলেস এবং এটাতে কোন স্ট্রাকচার ছিল না। সি ভাষা বি ভাষার অসুবিধাসমূহ দূরীভূত করে এবং আরও কিছু নতুন ফিচার নিয়ে আসে। শুরুতেই সি ভাষা প্রোগ্রামারদের মাঝে অনেক জনপ্রিয় হয় এবং ধীরে ধীরে এটি আরও জনপ্রিয় হয়। পরবর্তীতে, সি++, পাইথন, জাভা, সি শার্প, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ল্যাংগুয়েজ চলে আসে এবং এগুলি উন্নতমানের লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক ও এপিআই এর মাধ্যমে সমৃদ্ধ। কিন্তু তবুও সি ভাষা এখনও প্রোগ্রামারদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং অধিকাংশ প্রোগ্রামারদের প্রোগ্রামিং শেখার হাতে খড়ি হয় সি ভাষা দিয়ে। কিন্তু কেন? তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক, কেন সি দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করা উচিত।
১) সি ভাষা শিখলে একজন ভাল প্রবলেম সল্ভার হওয়া যায়
সি ভাষা দিয়ে ডাটা-স্ট্রাকচার ও অ্যালগরিদম নিজে নিজে কোড করে তৈরি করতে হয়। নিজে নিজে কোড লিখলে সুন্দরভাবে লজিক বুঝতে পারা যায় যা একজন ভাল প্রবলেম সলভার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপরদিকে, অন্যান্য প্রোগ্রামিং ভাষাগুলিতে ডাটা-স্ট্রাকচার ও অ্যালগরিদম লাইব্রেরিতে তৈরি করা থাকে এবং অনেক সময় বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরির ক্ষেত্রে লাইব্রেরিতে থাকা ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম দিয়ে সমাধান পাওয়া যায় না, প্রবলেম সল্ভিং দক্ষতার প্রয়োজন হয়। তাই, নিজে নিজে কোড লেখার মাধ্যমে সি আপনাকে একজন ভাল প্রবলেম সল্ভার হিসাবে গড়ে তোলে।
২) সি ভাষা পরিষ্কারভাবে কোড বুঝতে ও লিখতে শেখায়
পরিষ্কারভাবে কোড লেখা একজন দক্ষ প্রোগ্রামারের অন্যতম বৈশিষ্ট্য। সি ভাষাতে অন্যান্য আধুনিক ভাষাগুলির তুলনায় একটু বেশি কোড লিখতে হয় যা প্রোগ্রামের জটিলতা ধাপে ধাপে বুঝতে সহায়ক। একজন শিক্ষানবিস প্রোগ্রামারের উচিত প্রতিটি প্রোগ্রামকে ধাপে ধাপে ভালভাবে বুঝতে শেখা এবং ভালভাবে কোড বুঝতে পারলে পরিষ্কারভাবে লেখা যায়। শুরুতেই অল্প কোড দিয়ে প্রোগ্রামিং শিখলে অনেক লজিক শেখা বাকি থেকে যায় যা একজন ভাল প্রোগ্রামার হওয়ার পথে অন্তরায়।
৩) সি শিখলে নতুন প্রোগ্রামিং ভাষা শেখা সহজতর হয়
সি – এর পরবর্তী আধুনিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলি মূলত সি দ্বারা অনুপ্রাণিত এবং এগুলির সিনট্যাক্স সি এর মতই। তাই সি শিখলে নতুন প্রোগ্রামিং ভাষা শেখা সহজতর হয়।
৪) স্ট্রাকচার এর মাধ্যমে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ শেখা যায়
সি ভাষার অন্যতম একটি সুন্দর ফিচার হল ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ তৈরি করা। একজন প্রোগ্রামার সি ভাষার এক বা একাধিক প্রিমিটিভ ডাটা টাইপ ( এগুলি সি ভাষার সাথেই দেওয়া থাকে ) নিয়ে তার প্রয়োজন অনুযায়ী নতুন ডাটা টাইপ তৈরি করে নিতে পারেন যা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ নামে পরিচিত।
৫) পয়েন্টার এর মাধ্যমে মেমরি অ্যাকসেস শেখা যায়
সি ভাষার অন্যতম শক্তিশালী একটি ফিচার হল পয়েন্টার। পয়েন্টার এর মাধ্যমে সরাসরি কম্পিউটার এর মেমরি অ্যাকসেস করা যায়। পাইথন, জাভা, সি শার্প ইত্যাদি আধুনিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলিতে পয়েন্টার থাকে না।
৬) সি ভাষা প্রোগ্রামিং এর মৌলিক ধারণাগুলি মজবুত করে
সি ভাষা প্রোগ্রামিং এর মৌলিক ধারণাগুলি যেমন, ভেরিয়েবল, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেশন স্টেটমেন্ট, জাম্প স্টেটমেন্ট, অ্যারে, স্ট্রিং, ফাংশন ইত্যাদি ধারণাগুলি মজবুত করে।
৭) কর্মক্ষেত্রে সি প্রোগ্রামিং
যাঁরা ভবিষ্যতে সিস্টেম প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাঁদেরকে সি দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করা জরুরী। কেননা বিভিন্ন প্রকার সিস্টেম প্রোগ্রামগুলি যেমন : অপারেটিং সিস্টেম, বিভিন্ন ভাষার কম্পাইলার, কম্পিউটার নেটওয়ার্ক সফটওয়্যার ইত্যাদি মূলত সি দিয়ে তৈরি। অপরদিকে, যাঁরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাঁদেরকেও সি দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করা জরুরী। কেননা সি ভাষা শিখলে ভাল প্রবলেম সল্ভার হওয়া যায়, পরিষ্কারভাবে কোড বুঝতে ও লিখতে শেখা যায় এবং নতুন প্রোগ্রামিং ভাষা শেখা সহজতর হয়।
তাই, একজন শিক্ষানবিস প্রোগ্রামারের উচিত সি দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করা।
লিখনে - প্রোগ্রামিং হিরো ব্লগ